আল্লাহর একজন অলি ও এক বানর ওয়ালার অলৌকিক ঘটনা, ইসলামের অলৌকিক কাহিনী
আসসালামু আলাইকুম, বন্ধুরা আশা করি আপনারা সকলে ভাল আছেন, আজ আমরা একটি ইসলামের অলৌকিক কাহিনী জানব, আল্লাহর একজন ওলি ও এক বানর ওয়ালার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে, যা শুনে আপনার মন শিতল হয়ে যাবে, তাই এ ঘটনাটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল,
![]() |
আল্লাহর একজন অলি ও এক বানর ওয়ালার অলৌকিক ঘটনা, ইসলামের অলৌকিক কাহিনী |
হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহ (আঃ) কোথাও কোন এক কাজে যাচ্ছিলেন, মধ্যে পথে তিনি একজন বানর খেলা দেখানো লোক দেখতে পেলেন, হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ (আঃ) সেই ব্যক্তিটির কাছে গেলেন, এবং তিনি বানর খেলা দেখানো লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে ? তখন সেই বানর খেলা দেখানো লোকটি বলল আমি কালান্দার।
সেই সময় যারা বানর খেলা দেখাত, তাদেরকেও কালান্দার বলা হত। এটি শুনার পর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ (আঃ) তিনি মুচকি হাসি দিলেন। কিন্তু বানর খেলা দেখানো লোকটি হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি (আঃ) হাসি দেখে তার ওপরে রেগে গেল, আর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি মন্ত্রী লাল শাহবাজ? লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি (আঃ) উত্তর দিলেন আমি একজন কালান্দার।
তাঁর এই উত্তরেই সেই বানর খেলা দেখানো লোকটি অবাক হয়ে গেল। আর সে বলতে লাগলো না, আপনার কাছে কোনও বানর রয়েছে? আর না হাতে কোন ডুগডুগি রয়েছে। আপনি আবার কি করে খেলা দেখাতে পারবেন? এটি শোনার পরে হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি (আঃ) তিনি বললেন, প্রথমে তুমি তোমার খেল তামাশা দেখাও। তারপরে আমি আমার তামাশা দেখাব। তাঁর এই কথা শুনে সেই বানর খেলা দেখানো লোকটি তার হাতে থাকা ডুগডুগি বাজাতে শুরু করল। আর তার সাথে থাকা বানরটি ডুগডুগির শব্দ শুনে নাচতে শুরু করল।
তার পর সেই বানর খেলা দেখানো লোকটি বলল, এখন আপনি আপনার খেলা দেখান, হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি (আঃ) তাঁর কথা শুনে একটি গাছের ডালে দাঁড়িয়ে পড়লেন, আর তাঁকে বললেন, এই গাছটির মাঝখান দিয়ে তুমি পার হয়ে যাও, কিন্তু, মনে রেখো সামনে গিয়ে পেছনে আর কখনও ফিরে এসো না, তারপর সেই বানর খেলা দেখানো লোকটি তাঁর কথা মতো দুই গাছের মধ্যবর্তী স্থান দিয়ে পার হয়ে গেল, আর পার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর জীবন একে বারে পরিবর্তন হয়ে গেল, গাছের মধ্যবর্তী স্থান দিয়ে সেই বানর খেলা দেখানো লোকটি এমন একটি স্হানে গিয়ে পৌঁচালো।
সেখানে সূর্যের উত্তাপ বা চিৎকার চেঁচামেচি কিছুই ছিল না, সামনে একটি পাহাড় ছিল, আর চারদিকে সুন্দর পরিবেশ, সেখানে তাপমাত্রা না গরম ছিল না ঠাণ্ডা ছিল, সে চিন্তা ভাবনার মধ্যে মগ্ন ছিল, হঠাৎ সে সামনে দেখতে পেল যে একটি সৈন্যদল তার দিকে দেয়ে আসছে, এবং সৈন্যদল তার সামনে চলে আসলো, এই সকল সৈনিকদের দেখে সে মনে মনে ভাবতে লাগলো, হয়তো আজ আমি আর বাঁচব না, এরা হয়তো আজ আমাকে মেরে ফেলবে, যখন সৈন্যদল তাঁর কাছে পৌঁছাল, তখন সেখান থেকে সৈন্যদল এর প্রধান সেনাপতি সেই বানর খেলা দেখানো ব্যক্তিটির কাছে আসলো।
আর এসে বলতে লাগল বাদশাহ সালামত এতদিন ধরে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? আপনাকে আমরা অনেক দিন ধরে অনুসন্ধান করছি, আপনার রাজ্যের লোক আপনার অপেক্ষায় রয়েছে, আর কান্না করতে করতে রানীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এখন আপনি আমাদের সঙ্গে চলুন, এ কথা শুনার পর সে ব্যক্তিটি খুব অবাক হয়ে গেল, আর ঘোড়ায় চড়ে তাঁদের সঙ্গে মহলে চলে গেল, আর যখন মহলে পৌঁছাল তখন রাজপ্রাসাদটি দেখে সে আরো অবাক হয়ে গেলো, যখন সে মহলের ভিতরে প্রবেশ করল তখন সে সুন্দরী রানী কে দেখতে পেল, রানী তাঁর কাছে এসে উপস্থিত হল, আর কান্না করতে করতে বলতে লাগল আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন?
সেই বানর খেলা দেখানো লোকটি সব কিছু ভুলেই রাজ দরবারের জন্য প্রস্তুত হয়ে গেল, আর বাদশাহী পোশাক পরে রাজ্যের সিংহাসনে বসে পড়ল, এ ভাবে বছরের পর বছর কেটে গেল, বাচ্চা হল, আর রাজপুত্র যুবক হয়ে গেল, সেই বানর খেলা দেখানো বাদশা ও বৃদ্ধ হয়ে গেল,এবং তার শরীর অসুস্থ হয়ে পড়ল, আর মুখের রুচিও চলে গেল, একদিন সে নিজের রাজ্যের সমুদ্রের পাশে বসে চিন্তা করছিল যে, অনেক দিন পূর্বে আমার সঙ্গে কী ঘটেছিল এই চিন্তা করতে করতে সে, সেখানে পৌঁছাল যেখান থেকে সে দুইটি গাছের মধ্যবর্তী স্থান দিয়ে পার হয়ে এসেছিল, সে দেখতে পেল যে ঐ গাছ গুলি এখনও সেখানেই রয়েছে।
সে ভাবল একটু গিয়ে দেখি যে, আমার সঙ্গে কী ঘটেছিল, এই ভেবে সে গাছের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবেশ করল আর সে বেরিয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবার ও বদলে গেল, একই সময়, এবং একই জায়গা, তার সামনে তার বানর, গরম আর চিৎকার চেঁচামেচি, সামনে দেখল যে হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি (আঃ) দাঁড়িয়ে রয়েছেন, সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, হযরত আমার মহল, আমার মালিকা, আমার রাজপুত্র কোথায় গেল?
হযরত মুচকি হাসি দিলেন, আর বলতে লাগলেন সব কিছু তামাশা ছিল, একটি তামাশা তুমি আমাকে দেখিয়েছিলে, আর অন্য একটি তামাশা আমি তোমাকে দেখালাম, তো প্রিয় দর্শক , এ ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম।
১. নাম্বার কাউকে অবহেলা করতে নেই ।
২.আল্লাহ তায়ালার অলিরা সব কিছু করতে পারে ।
আল্লাহ তায়ালার ইবাদত করে অলি হতে হয়, আমরা সব সময় আল্লাহ তায়ালার ইবাদত করব, ইনশা-আল্লাহ,এই ছিল আমাদের আজকের ঘটনা, কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, আজ তাহলে এ পর্যন্তই, নামায বাদ দিয়না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর,
ইসলামিক মিডিয়া ডেক্স
মোঃ আহসান হাবীব