বিএনপি যুক্তরাষ্ট্রের চিঠি পেয়েছে
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ডোনাল্ড লুর চিঠি পেয়েছে বিএনপি।যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে চিঠিটি দেয়া হয়েছে ঢাকায়।
![]() |
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। |
বিএনপি যুক্তরাষ্ট্রের চিঠি পেয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া চিঠির কথা (১৩ নভেম্বর) সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিশ্চিত করেছেন বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর
আগে বনানীতে জাতীয় পার্টির
কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সোমবার বিকেলে দলটির নেতা জিএম কাদেরের কাছে চিঠি
হস্তান্তর করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
পিটার হাস সেখানে জাপা নেতাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। বৈঠক শেষ করে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, চিঠিটি তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে-যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’
তবে (১৩ নভেম্বর) সোমবার রাত পৌনে ৯টা পর্যন্ত
মার্কিন দূতাবাস থেকে কোনো ধরনের চিঠি পাননি বলে জানিয়েছেন আওয়ামী-লীগের নেতারা। অন্যদিকে ঢাকায় মার্কিন দূতাবাস
এক
সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলগুলোকে কোনো
শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
মার্কিন
দূতাবাস বলেছে, নির্বাচন
প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন প্রধান রাজনৈতিক দলের
সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন এই
মার্কিন রাষ্ট্রদূত “পিটার হাস”।