মহানবীর তরবারি জুতা চুল দাড়ি ও মুসা নবীর মোজেজা পূর্ণ লাঠি
আসসালামুআলাইকুম, বন্ধুরা আজ আমরা জানতে চলেছি আমাদের প্রিয় নবী
হযরত মুহাম্মাদ সাঃ এর তরবারি,দন্ত
মোবারক, চুল, দাড়ি ও উনার পায়ের
ছাপ, এবং দাউদ আঃ এর তরবারি ও মুসা আঃ লাঠি, যে লাঠি দিয়ে মুসা আঃ উনার মোজেজা দেখাতেন, এ মুহুর্তে
পৃথিবীর কোথায় নবী রাসুল গনের এ সকল আসবাব পএ সংগ্রহিত রয়েছে, এবং কারা তা সংগ্রহ করে রেখেছেন, তা আজ আমরা জানতে চলেছি,
আর আপনাদের জন্য একটি কথা বলব নামায
বাদ দিওনা বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর।
তাহলে
বন্ধুরা শুরু করা জাক,
দীর্ঘ ৬২৪ বছর ধরে পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে
দাঁড়িয়েছিল ওসমানী সাম্রাজ্য, ১২৯৯ থেকে ১৯২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ
৬২৪ বছর এশিয়া ও ইউরোপ শাসন করেছে উসমানি শাসকরা, ৫২ লাখ বর্গ কিলোমিটারের
সাবেক উসমানি সাম্রাজ্য বর্তমানে ৪৯টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, তোপকাপি
প্রাসাদ একটি স্থাপত্য বিস্ময়।
যা অটোমান সাম্রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি
এবং ইতিহাসের কথা বলে, তোপকাপি প্রাসাদটি বিশ্বের টিকে থাকা বৃহত্তম প্রাসাদের মধ্যে একটি, এবং
সুলতান দ্বিতীয় মেহমেদের আদেশে ১৪৬০ থেকে ১৪৭৮ সালের মধ্যে এ প্রাসাদটি নির্মিত হয়েছিল, ওসমানীয়
সাম্রাজ্যের সুলতানরা ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদ থেকে তাদের রাজত্ব পরিচালনা
করেছেন।
এ প্রাসাদটি তখনকার সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ও জাকজমক
পূর্ণ ছিল, আজও সেখানে সুলতানদের সিংহাসন সহ তাদের ব্যবহার
করা সকল আসবাবপত্র রয়েছে, এ প্রাসাদটি এমন ভাবে তৈরি করা
হয়েছে, যা দূর থেকে বা কাছে থেকে দেখলে মনে হবে প্রাসাদটি
যেন একটি শহর, প্রাসাদটি এত বড় যে তা একদিনে দেখেও শেষ
করা যাবে না।
তোপকাপি প্যালেসে হিরকায়ী চাআ’দের ডাইরেসিতে নবী রাসুলদের ব্যবহৃত
বিভিন্ন জিনিসপত্র রয়েছে, অটোমান সুলতানরা নবী রাসুলদের
কিছু নিদর্শন এই হিরকায়ী চাআ’দের ডাইরেসিতে সংগ্রহ করে রেখেছেন, হিরকায়ী চাআ’দের ডাইরেসির মূল তাৎপর্য্য টা বাড়ে যখন সুলতান সুলেমানের পিতা,
সুলতান সেলিম, উনি নিজেকে খলিফা ঘোষণা
করলেন, এবং পুরো মুসলমানদের পবিত্র ভূমিগুলির নিয়ন্ত্রণ
প্রতিষ্ঠা করলেন।
তখন থেকেই এখানে নবী রাসুলদের ব্যবহৃত পবিত্র জিনিসপত্র সহ অনেক কিছু এখানে স্থাপন করা হয়, বর্তমানে
এখানে দিনরাত ২৪ ঘণ্টা কোরআন তেলাওয়াত চলছে, ১৫শ সালের
শেষভাগে সুলতান তৃতীয় মুরাদ এই স্বর্ণস্যার ঘরগুলো স্থাপন করেন।
তার আগে পবিত্র নিদর্শনগুলি তোপকাপি প্যালেসে ভিন্ন অংশে রাখা থাকত, এখানে
কাবাঘরের পুরোনো চাবি, পাথর, প্রথম সময়ের কোরআন শরিফ সহ অনেক কিছু রয়েছে, এবং কাবা ঘরের খসে পড়া পাথর আর পাশেই
কাবার পুরনো দরজা, আর সিলিং এর কাঠ এর অংশবিশেষ, নিদর্শনগুলো
যেন নষ্ট না হয় তাই যত্ন সহকারে সংরক্ষন করে, বর্তমানে মানুষকে প্রদর্শন করা হয়।
এবং সেখানে রয়েছে মুসা আঃ এর বিখ্যাত লাঠি, যে লাঠি ছিল অলৌকিক মোজেজা পূর্ণ, যা কখনও সাপ, কখনও গাছ থেকে পাতা পাড়ার বস্তু, যার আঘাতে মাটি থেকে পানি
বেরিয়ে আসত, আবার তার আঘাতে লোহিত সাগর দু’ভাগ হয়েছিল, ৩২৫০ বছরের পুরনো সে লাঠি, এবং সেখানে রয়েছে নবীদের তলোয়ার
বলে বিখ্যাত দাউদ আঃ তরবারি।
এতে মুসা আঃ, হারুন আঃ, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ
সাঃ সহ কয়েক জন নবীর নাম খোদাই করা আছে, নবী সাঃ পায়ের
ছাপও সেখানে রয়েছে, পাথরের উপরে পায়ের ছাপটি অনেকের আগ্রহের বিষয়বস্তু, পাথরের
পাশাপাশি ধাতব পাত্রেও সে চাপ আকা আছে।
ওসমানীয়দের আগে মক্কা মদিনা জেরুজালেম এগুলোর
নিয়ন্ত্রণ ছিল ভিন্ন গোষ্ঠীর কাছে, ওসমানীয়রা এক পর্যায়ে ইসলামি পবিত্র ভূমিগুলির নিয়ন্ত্রণ নিয়ে আসার
পর, নবী রাসুলদের ব্যবহৃত জিনিসপত্র গুলো তোপকাপি প্রাসাদে নিয়ে আসেন, তোপকাপি প্রাসাদের সুলতানদের থাকার উপযোগী ছয় টা খাস কামরা আছে।
এবং সবচেয়ে প্রথম খাস কামরার বিশেষত্ব হচ্ছে আমাদের
শেষ নবী হযরত মুহাম্মদ সাঃ কাডিগান রাখা আছে, বিশেষ কোনো একদিনে সুলতানরা এই কাডিগানটি বের করতেন, এবং তখনই তারা তা
সরাসরি দেখতে পারবেন, হুজুর পাক সাঃ এর এই কাডিগানটি
উমাইয়া এবং আব্বাসীয় খেলাফতের লোকদের হাত হয়ে, এক পর্যায়ে ওসমানী খেলাফতে হাতে
এসে পৌঁছায়।
এটি টপকাপি প্রাসাদের সর্বপ্রথম খাস কামরাতে
রাখা হয়, এবং নবীজির ব্যবহৃত তরবারি রয়েছে ওখানে, উনার জীবদ্দশায় যে
কয়টি তলোয়ার ব্যবহার করেছেন তার ভিতর দুটি এখানে আছে, উনার ব্যবহৃত একটি ধনুক এ
ছাড়াও আছে উনার ব্যবহৃত স্যান্ডেল এবং উহুদের যুদ্ধে ক্ষয়ে যাওয়া দাঁতটি একটি সোনালি পাত্রে সংরক্ষিত করে রাখা হয়েছে।
যে পাত্র করে
নবীজি পানি পান করতেন তাও রয়েছে সেখানে এবং এতে রূপার প্রলেপ জুড়ে দেওয়া হয়েছে, নবী হযরত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আর একটি পায়ের ছাপ যা সুলতান
দ্বিতীয় আবদুল হামিদ বাছাই করে রেখেছেন।
আরো রয়েছে সপ্তম শতাব্দীতে নবীজির পাঠানো একটি
চিঠি, এই চিঠিতে নবীজির ছাপ রয়েছে, এর পাশাপাশি উনার পাঠানো আরও কিছু চিঠি সংরক্ষিত আছে, উসমানীয়রা ক্ষমতায় থাকতে একটি সোনালি পাত্রে চিঠিগুলোকে সংরক্ষণ
করেছেন, তা ছাড়া প্রথম দিককার হাতে লেখা কিছু কোরআনের আয়াত এখানে সংরক্ষিত রয়েছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের দাড়ি মোবারক থেকে সংগ্রহ করা
পবিত্র চুল এবং সেগুলো সংগ্রহ করার পাত্র, নবীজির রওজা মোবারক সংস্কার করার সময়
তাঁর কবর থেকে নেওয়া কিছু পবিত্র মাটি সংগ্রহ করা আছে একটি সাদা পাত্রে।
তা ছাড়া উনার মৃতদেহ ধোয়ার সময় যে পানির ব্যবহার করা হয়েছিল, তার কিছু ফোঁটা সংরক্ষিত আছে একটি কাচের পাত্রে, ১৬ শতাব্দীতে ওসমানীয়দের বুনা একটি শার্ট, যা
ধরে নেওয়া হয় নবীজির উপহার দেওয়া অন্য একটি কাডিগানের অংশের উপর তৈরি।
তোপকাপি প্রসাদের হিরকায়ী চাআ’দের ডাইরেসিতে নবীজির মেয়ে হযরত ফাতেমা রাঃ কাপড় এবং কাবা শরীফ মদিনা
শরীফের কিছু পুরাতন নিদর্শন আর খলিফা রাশিদিন এর তলোয়ার সহ আরও অনেক কিছু আছে।
যা আপনি সামনাসামনি দেখলে নিশ্চয়ই আনন্দ পাবেন, বন্ধুরা আজ এ পর্যন্ত, মহানবীর ও মুসা আঃ ঘটনা জানতে পেরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখা হবে অন্য কোন
এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্হ থাকবেন।
আল্লাহ
হাফেজ
ইসলামিক মিডিয়া