জিনেরা কি জান্নাতে যাবে?। জ্বীন ও মানুষের জান্নাত কি একটাই । জ্বীন জাতির ইতিহাস - JINN । Will the jinn go to heaven? Jinn and human paradise is the same. History of the Jinn Nation - JINN

জিনেরা কি জান্নাতে যাবে? জ্বীন ও মানুষের জান্নাত কি একটাই



জিনেরা কি জান্নাতে যাবে?। জ্বীন ও মানুষের জান্নাত কি একটাই । জ্বীন জাতির ইতিহাস - JINN । Will the jinn go to heaven? Jinn and human paradise is the same. History of the Jinn Nation - JINN
জিনেরা কি জান্নাতে যাবে? ছবি সংগ্রহিত


আসসালামুআলাইকু, প্রিয় বন্ধুরা আজ আমরা জানব, জিনেরা কি জান্নাতে যাবে? যদি জিনের জান্নাতে যায় তবে তাদের জান্নাত কেমন হবে? এবং  জিন ও ইনসান একই সাথে কি জান্নাতে থাকবে?


সকল কিছু জানার আগে আপনাদের উদ্দেশ্য একটি কথা বলব, নামায বাদ দিওনা বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর, তাহলে বন্ধুরা শুরু করা যাক।


মানুষের মতো জিন জাতি আল্লাহর সৃষ্টি মাখলুখের মধ্যে একটি, পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন জায়গায়মানুষের সাথে জিন জাতির কথা উল্লেখ রয়েছ, মানুষের মতো জিনদের উপরেও আল্লাহ তায়ালার ইবাদত ফরজ করা হয়েছে।


পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর আমি মানুষ এবং জিন জাতিকে, এর জন্য সৃষ্টি করেছি যে, তারা আমার ইবাদত করবে, সুরা আল যারিয়াত, আয়াত 56, যাঁরা মহান আল্লাহ তা আলার এই নির্দেশনাগুলো মানবে, তাদের জন্য পুরস্কারও পবিত্র কুরআনুল কারিমে এরশাদ হয়েছে। নিশ্চয় যারা ঈমান এনেছে, এবং সৎ কাজ করেছে তাদের মেহেমান দারির জন্য রয়েছে, জান্নাতুল ফেরদৌস, সূরা কাহফ- আয়াত ১০৭।


পবিত্র কুরআনুল কারিমের মধ্যে, অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যে তার প্রতিপালকের সামনে, হাজির হওয়ার ভয় রাখে, তাঁর জন্য দুটি জান্নাত,  সূরা আর রহমান, আয়াত 46। অনেক তাফসির কারকদের মতে, এই আয়াত গুলোতে মুমিনদের প্রতি, যে ইঙ্গিত করা হয়েছে তা ব্যাপক।


এখানে মানুষ মধ্যে যেমন মোমিন আছে, তেমনই জীনেদের মধ্যেও মোমিন আছে, মানুষ হোক বা জিন, যারাই আল্লাহ তাআলার আদেশ অমান্য করবে তাদেরকেই মৃত্যুর পর, কঠিন শাস্তি দেওয়া হবে, তদ্রুপ কুফরির ক্ষেত্রেও মহান আল্লাহ তয়ালা দুই জাতিকেই সতর্ক করেছেন। কুরআনে ইরশাদ হয়েছে নিশ্চয়ই আমি জাহান্নাম ভরে দেব মানুষ এবং জিন দ্বারা একত্রে, সূরা হুদ- আয়াত ১১৯।


অন্য আয়াতে এরশাদ হয়েছে, আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, এবং তাদের হৃদয় আছে, কিন্তু সেই হৃদয় দিয়ে উপলব্ধি করে না, এবং তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে নাএবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না, কিন্তু কিছু মানুষ ও জিন রয়েছে যারা জন্তু জানোয়ারের মতো, বরং তার থেকেও পথভ্রষ্ট, সূরা আরাফ, আয়াত ১৬৯।


ইবনে মুফলিহ (রহ) বলেন, জিনরাও ইবাদতের মুকাল্লাফ, জিনেদের কাফেররা জাহান্নামে যাবে, আর তাদের মুমিনরা জান্নাতে যাবে, এবং যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন, তাঁরা জান্নাত পাবে, জিনেরা চতুষ্পদ প্রাণীর মতো মাটি হয়ে যাবে না, জিনেদের মধ্যে যারা কাফের, তারা যে জাহান্নামে যাবে এ ব্যাপারে কোনও মতানৈক্য নাই, কিন্তু মুমিন জিনেরা জান্নাতে যাবে কি না, তা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে।


তবে তাদের জান্নাতে যাওয়ার মতটি বেশ গ্রহণ যোগ্য, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক শ্রেণির লোকেরা বলেন, জিনেদের মধ্যে যারা মুমিন তারা অন্যান্য প্রাণীর মতো মাটি হয়ে যাবে, তাঁদের আমলের প্রতিদান হলো জাহান্নাম থেকে মুক্তি, তাঁরা মানুষের মতো সব ইবাদতের জন্য মুকাল্লাফ না, অনেকেই আবার বলেন, মুমিন জিনদের জায়গা হবে আরা।


তবে পবিত্র কুরআনের আয়াত দ্বারা ঈমানদার জিনদের জান্নাতে যাওয়ার বিষয়টি বেশি স্পষ্ট হয়, পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, সেখানে থাকবে সংযত কুমারী নারী। যাদের ইতিপূর্বে কোনও মানুষ বা জিন স্পর্শ করেনি, সূরা আর রহমান আয়াত ৫৬।


কেউ কেউ আবার বলেছেন, মু’মিন জিনেরা মানুষের মতোই জান্নাতে যাবে এবং সেখানে যা যা থাকবে তার সব কিছুই তাঁরা উপভোগ করতে পারবে, তবে সব কিছুর মালিক আল্লাহ তা আলাযিনি জিন এবং ইনসানকে নিয়ন্ত্রণ করেন।


তাই এই সবকিছু আল্লাহ্ তার ওপরে ছেড়ে দেওয়াই ভালো, এর সঙ্গে যেহেতু ইবাদতের কোনও সম্পর্ক নেই, তাই কোনও একটি মত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।


তাহলে বন্ধুরা আজ আমরা জানতে পারলাম জিনেরা জান্নাতে যাবে কিনাআজকের আলোচনা এই পর্যন্ত, এ আলোচনা সম্পর্কে আপনার কোন মতামত থাকলে কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন, দেখা হবে আবার নতুন কোন এপিসোডেসে পযর্ন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন

আল্লাহ হাফেজ


ইসলামিক মিডিয়া

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.