বাংলার হিরো আলম এবার বলিউড কাঁপাবে । Hero Alom will act with Rakhi Sawant in Arav Khan’s film। hero Alam will shake Bollywood this time

 বাংলার হিরো আলম এবার বলিউড কাঁপাবে


বাংলার হিরো আলম এবার বলিউড কাঁপাবে । Hero Alom will act with Rakhi Sawant in Arav Khan’s film। hero Alam will shake Bollywood this time
বাংলাদেশের আলোচিত ইউটিউবার হিরো আলম ও বলিউড নায়িকা রাখি সাওয়ান্ত, ছবি: সংগৃহীত


বাংলার হিরো আলম এবার বলিউডের রাখির নায়কপ্রযোজক বাংলাদেশের বিতর্কিত ব্যক্তিত্ব আরাভ খান।


বাংলার হিরো আলম এবার বলিউড কাঁপাবে। হিরো আলম বলেছিলেন বলিউডে ছবি করলে দীপিকাই হবে আমার হিরোইন’ তবে হিরো আলম দীপিকাকে নায়িকা হিসেবে পাননিতার বদলে তিনি পেলেন রাখি সাওয়ান্তকে



রাখির হাত ধরেই এবার বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশের সর্ব সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকা হিরো আলমদুবাই থেকে হিরো আলম এই ঘোষণা করেন। ঘোষণার সময় নায়কের পাশেই ছিলেন রাখি সাওয়ান্ত



'গ্যাংস্টার' নামের হিন্দি সিনেমায় রাখি সাওয়ান্ত সাথে অভিনয় করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সিনেমাটি প্রযোজনা করবেন বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। দির্ঘদিন যাবত তিনি ডুবাইতে অবস্হান করছেন।


হিরো আলম নায়িকা রাখি ও বিতর্কিত ব্যক্তিত্ব আরাভ খান
হিরো আলম নায়িকা রাখি ও বিতর্কিত ব্যক্তিত্ব আরাভ খান, ছবি: ভিডিও থেকে নেয়া


বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন চলছে, তখন হিরো আলমকে সব জায়গাতেই অনুপস্হিত দেখা যাচ্ছেগত কয়েকটি উপ-নির্বাচনে বেশ সরব ছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু কোথাও তাঁর দেখা মিলছিল না।



আলম কোথায়এই প্রশ্ন যখন উঠছিল। তখন হিরো আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফোনে জানিয়েছিলেনতিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন তবে তিনি নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বগুড়ার একটি আসন থেকে। সেখান থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার ভোটে লড়বেন।



এদিকে রাখি সাওয়ান্তের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে বলিউড সিনেমার কথা জানান আলোচিত হিরো আলম। এবং ভিডিওটি সাথে সাথে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।



ভাইরাল হওয়া এ ভিডিওতে হিরো আলম  রাখি সাওয়ান্তর পাশাপাশি ছিল বাংলাদেশের বিতর্কিত ব্যক্তিত্ব আরাভ খান। হত্যাধর্ষণনারী নির্যাতনও অস্ত্র মামলা-সহ বাংলাদেশের গোপালগঞ্জের কোটালিপাড়া থানায় ৯টি মামলা রয়েছে বিতর্কিত ব্যক্তিত্ব আরাভ খানের বিরুদ্ধে।



রাখি ও হিরো আলমকে পাশে নিয়ে আরাভ খান জানায়দুবাইসিঙ্গাপুর-সহ বেশ কয়েকটি জায়গায় 'গ্যাংস্টারনামের সিনেমার শুটিং হবে। এবং এ সিনেমা করতে যত টাকা লাগবে সবটুকুই আরাভখান দিবে।



'গ্যাংস্টার এর নায়িকা রাখি সাওয়ান্ত সম্পর্কে হিরো আলম বলেন, আমি রাখির সাথে কথা বলেছি, রাখি খুবই ফ্রি মাইন্ডের। রাখির আন্তরিকতা খুব ভালো, এবং আমি আশা করি রাখির সাথে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব।



হিরো আলম বলেন সিনেমার নাম ঠিক করা হয়েছে "গ্যাংস্টার"। প্রযোজনা করবেন  আরাভ খানআমি নায়ক আর রাখি সাওয়ান্ত নায়িকা। বিভিন্ন দেশের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হবে।



সিনেমার বাজেট কত?

সিনেমার বাজেট কত টাকা? এবং শুটিং কবে শুরু হবে হিরো আলমের কাছে জানতে চাইলে তিনি বলেনসিনেমার বাজেট এখনো ঠিক হয়নি। তবে বাংলাদেশের নির্বাচনের পরেই শুটিং শুরু হবে।তবে সিনেমাটি হিন্দি ও বাংলা উভয় ভাষায় হবে বলে জানান এই ইউটিউবার।



হিরো আলম দুবাইয়ে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেনতার পর রাখি সাওয়ান্তের সঙ্গে গ্যাংস্টার নামের বলিউড সিনেমার কথা ঘোষণা করেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে রাখি সাওয়ান্ত হিরো আলমকে কাছে টেনে বলেন, দেখো সালমান ভাইনতুন নায়ক বলিউডে নিয়ে আসছি



বহুল আলোচিত পুলিশ হত্যার মামলার পালাতক আসামির প্রযোজনায় সিনেমা করলে সমালোচনা তৈরি হবে কি না জানতে চাইলে আলম বলেন, 'শুধু আরাভ খানের কথা বলছেন কেন? আপনারা এত নেগিটিভ প্রশ্ন করেন কেনদেশে তো এর থেকেও অনেক বড় বড় ক্যাসিনো ব্যবসায়ী, অনেক বড় বড় অপরাধী আছে।



তারা তাহলে সিনেমার প্রযোজক হয় কিভাবে? কয়েক দিনের মধ্যে দুবাই থেকে দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথাও জানান হিরো আলম।


ইসলামিক মিডিয়া


মোঃ আহসান হাবিব

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.