সংঘাতের অবসান ঘটাতে বিশ্ব নেতাদের ঐক্য চান প্রধানমন্ত্রী- The Prime Minister wants the unity of world leaders to end the conflict

 সংঘাতের অবসান ঘটাতে বিশ্ব নেতাদের ঐক্য চান প্রধানমন্ত্রী

শুক্রবার গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে ভাষণ দেন দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: আহসান হাবিব/ইসলামিক মাডিয়া/১৭ নভেম্বর ২০২৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘এই যুদ্ধরত দেশগুলো এবং আন্তর্জাতিক নেতাদের মধ্যে সত্যিকারের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আস্থা তৈরি করা জরুরি।’


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্তমান সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক মহলের বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।


বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের বিশ্ব আজ যে গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হচ্ছে, তা হলো ‘বিশ্বাসের ঘাটতি’“আজকের শীর্ষ সম্মেলনের থিম” সবার সাথে সকলের প্রবৃদ্ধির জন্য সকলের বিশ্বাসের সঙ্গে সবচেয়ে সময়োপযোগী


১২৫টি দেশের অংশগ্রহণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সম্মেলনের আয়োজন করে ভারত



সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই যুদ্ধরত দেশগুলো এবং জড়িত আন্তর্জাতিক নেতাদের মধ্যে সত্যিকারের আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা জরুরি।’







তিনি আরও বলেনযেমনটা আছে আমাদের বিশ্বের অবাঞ্ছিত বৈষম্য, অসহনীয় দারিদ্র্য, সন্ত্রাসবাদ এবং জলবায়ু পরিবর্তনের জন্য বিপর্যয় মূলক হুমকি।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্রমবর্ধমান দুর্ভোগ হিসেবে এখন নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, যা গ্লোবাল সাউথের জনগণের জন্য নতুন একটি চ্যালেঞ্জ,



এই সংকটময় মুহূর্তে বিশ্বকে অবশ্যই একমত ও ঐক্যবদ্ধ হতে হবে এবং ‘প্রত্যেকের প্রবৃদ্ধি’ অর্জনের জন্য ‘প্রত্যেকের বিশ্বাস’ আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে।”


ইসরায়েলের স্থল ও আকাশপথ হামলায় ক্ষতিগস্হ হওয়া ফিলিস্তিনিদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগ প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী আরো বলেনএখন সময় আমাদের সকলের এক মত ও একত্বতা তৈরী করে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং এই চলমান সংঘাতের অবসান দাবি করার।



ইসলামিক মাডিয়া ডেস্ক

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.