দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি, 12th national parliamentary election on January 7

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ছবি: বিটিভির সরসারি সম্প্রচার থেকে নেওয়া ১৫ নভেম্বর


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি গ্রহণ করা হবে । আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার শুরু হয় আজ বুধবার সন্ধ্যা সাতটায় ।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, । ১ তারিখ থেকে ৪ ডিসেম্বর পযর্ন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর পযর্ন্ত । প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি


রাজনৈতিক সমঝোতা এখনো হয়নি, নির্বাচনকালীন সরকার কী হবে তা নিয়ে । এর মধ্যে বিএনপি বর্তমান সরকারের অধীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ, হরতাল কর্মসূচি পালন করছে। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠক করেন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে, সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।


নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এবং সংবিধানের অনুচ্ছেদ ১২৩ দফা (৩) উপদফা (ক)-এর বরাতে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি


গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের অথ্যাৎ ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সময় শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে


সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা ২ নভেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.