৩.ব্যর্থ হয়েছো-ব্যর্থতা কেন হয়েছো,কার কারণে হয়েছো,সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে,কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না!! তাই কখনো অজুহাত বানাবে না,অন্যদের সুযোগ করে দেবে না→তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই,আমিই জিতবো এ প্রতিজ্ঞা কর।
৪.জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই,কারন এর বাইরে ও তোমার হাতে হাজারটা উৎস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো।
৫.হার মেনে নেয়া যাবেনা,হয়ত আজকের দিনটা খুবই কঠিন! হয়ত কাল হবে কুচকুচে অন্ধকার,মনে রাখবে, তারপর সূর্য্য আলোদিতে শুরু করবে।
৬.তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্ন গুলোকে সত্যি করার পেছনে ছুটে না চলো,একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্ন গুলোকে সত্যিকার রুপ দেওয়ার জন্য।
৭.কখনও না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই,পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে।
৮.তুমি কত ধীরে চলেছ,সেটা কোন ব্যাপার নয়!না থেমে চলতে থাকাটাই আসল কার্য।
৯.কোন কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনেহয়,আর তুমি মনেপ্রাণে বিশ্বাস নিয়ে এগিয়ে যাও তাহলে কোন বাধাই তোমাকে থামাতে পারবে না।
১০.তোমার টার্গেট বা লক্ষ্য নিয়ে যদি কেউ হাসি তামাশা না করে,তবে তোমাকে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুবই ছোট।
১১.জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত!স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম ক্ষমতা ও দক্ষতা দিয়ে পাঠিয়েছেন,তুমি কখনো তা জানতেও পারবে না,যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো।