শাকিব খানের নায়িকা “বউ” না হলে হওয়া যায় না: চিএ নায়িকা স্বাগতা-Shakib Khan's heroine can't be without “wife”: Swagta

 শাকিব খানের নায়িকা বউ না হলে হওয়া যায় না: চিএ নায়িকা স্বাগতা


শাকিব খানের নায়িকা “বউ” না হলে হওয়া যায় না: চিএ নায়িকা স্বাগতা
শাকিব খানের নায়িকা “বউ” না হলে হওয়া যায় না: চিএ নায়িকা স্বাগতা

শাকিব খানের নায়িকা 'বউ' না হলে হওয়া যায় না- এমনই মন্তব্য করেছেন ‘অসম্ভব’ ছবির নায়িকা স্বাগতা। বিজনেস স্ট্যান্ডার্ড নামের একটি ইংরেজি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন চিএ নায়িকা স্বাগতা

 

শাকিব খানের সঙ্গে বউ না হলে অভিনয় করা যায় না- প্রসঙ্গে চিএ নায়িকা স্বাগতা বলেন, আমি অনেক নাটকে কাজ করেছি। কিন্তু সিনেমায় তমেন একটা কাজ করা হয়নি। অপু বিশ্বাসকে ছাড়া তো শাকিব খান সিনেমা করবেন না।


তারপর আর সিনেমা করলেন কার সাথে? বুবলীর সাথে। দু’জনেই আজ তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে তার ওয়াইফ হবো না। তার সম্পর্কে বেশি কিছু জানি না, বিভিন্ন সময় প্রোপাগান্ডা শুনি। আপনি যেমনটাই শোনেন আমিও তেমনটাই শুনি। শাকিবের সঙ্গে ওয়াইফ ছাড়া কেউই অভিনয়ের সুযোগই পায় না।

 

বর্তমান সময়ের বিনোদন মাধ্যম নিয়ে কথা বলতে গিয়ে চিএনায়িকা ‘স্বাগতা’ বলেন, মানুষ এখন টেলিভিশন এবং ফোন বেশি দেখে। আগের থেকে এখন পুরো ব্যাপারটা এই  দু‘য়ে ট্রান্সফার হয়ে গেছে। সময়টা এখন অনেক ফাস্ট। এখন আমরা ফ্যমিলি মিলে এক সাথে বসে টি টোয়েন্টি ম্যাচ দেখি।

 

শাকিব খান সর্ম্পকে স্বাগতা বলেন, শাকিবকে আমার ভালোই লাগে। শাকিব খান দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যে যাই বলুক সে যদি গুণী শিল্পি না হতো, তাহলে আজ এতো বড় ক্যারিয়ার শাকিব খান গড়তে পারতো না। শাকিব খানের সঙ্গে বউ না হলে জুটি বাধা যায় না বলেও মনে করেন এই নায়িকা




শাকিব খান সিনেমার বাজেটের ৭০-৮০ শতাংশ নিয়ে নেন উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বলেন, তার সুযোগ থাকলে সে নিবে,টাই তো সত্য।


সিনেমায় অভিনয় করবেন কি না উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বলেন, এ নিয়েও স্বাগতার দ্বিধা ছিল। স্বাগতা বলেন, আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন আমি কনফিউজড ছিলাম। সিনেমা করবো কি করবো না। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমার নায়িকা মৌসুমী আপু ছিলেন।সিনেমার নাম ছিল শত্রু শত্রু খেলা। তখন তুমুল কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে। তাই সিনেমার সঙ্গে যুক্ত হবো কি হবো না এ নিয়ে ভিষন দ্বিধায় ছিলাম।

 

বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র ভালো দিকে এগুচ্ছে মন্তব্য করে স্বাগতা বলেন, এমন একটা সময় ছিল প্রতিমাসে ৭-৮ টা করে সিনেমা মুক্তি পেত না। ২০০৮-২০০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত নিয়মিত সিনেমা মুক্তি পেত না। কিন্তু বর্তমান সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন বর্তমানে অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। আসতে আসতে আরো অনেক ভালো অবস্হা হবে।


শাকিব খানের বিরুদ্ধে এমন মন্তব্যে শাকিব ভক্তরা ক্ষেপেছেন চিএনায়িকা স্বাগতার ওপরে। অনেকেই বলছেন শাকিব খান অপুকে ২০০৮ সালে বিয়ে করেছেন।


এরপরে তো শাকিব খান অনেক নায়িকাদের সঙ্গে কাজ করেছেন। কারো অভিযোগ ছিল না। চিএনায়িকা স্বাগতার এই মন্তব্যকে একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ নিয়ে বর্তমানে নেট দুনিয়ায় কাদা ছড়াছড়ি চলছে।


সম্প্রতি এই চিএনায়িকা স্বাগতার “অসম্ভব নামে একটি অনুদানের ছবি মুক্তি পেয়েছে, চলচ্চিত্রটি পরিচালনা করছেন অরুণা বিশ্বাস।



বিনোদন প্রতিবেদক

ইসলামিক মিডিয়া


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.